বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২১ অপরাহ্ন

নবীনগরে এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

মিঠু সূত্রধর পলাশ / ৫৮ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
নবীনগরে_এক_শিক্ষকের_বাড়িতে_দুর্ধর্ষ_চুরি

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রা‏হ্মণবায়াড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক মরহুম আব্দুল লতিফের নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাড়িতে থাকা মরহুম লতিফ মাষ্টারের মেয়ের জামাই বশির শিকদারের ২০ ভুড়ি স্বর্ণ ও নগদ সারে ৩ লাখ টাকা সহ একটি মোবাইল ফোন বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ডুকে ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে ২০ ভুড়ি স্বর্ণ ও নগদ সারে ৩লাখ টাকা নিয়ে যায় দুর্ধর্ষ চুরের দল।

নবীনগরে_এক_শিক্ষকের_বাড়িতে_দুর্ধর্ষ_চুরি

বাড়ির মালিক আব্দুল লতিফ মাষ্টারের মেয়ের জামাই বশির শিকদার নরসিংদী জার্নালকে জানান, আমার সব শেষে হয়ে গেছে। আমার দোকানের ঈদের বেচাকেনার টাকা ব্যাংক বন্ধ থাকায় বাড়িতে রেখেছিলাম, সাথে আমার স্ত্রী ও ছেলে-মেয়ের ব্যবহিত ২০ ভুড়ি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে আমাকে একদম পথে বসিয়ে দিয়েছে।

এ বিষয়ে আমি আজ শনিবার বিকেলে নবীনগর থানায় একটি লিখিত ভাবে অভিযোগ জানিয়েছি, পুলিশ আমার বাড়িতে এসে দেখে গেছে।

এবিষয়ে নবীনগর থানা ওসি মো. আমিনুর রশিদ নরসিংদী জার্নালকে জানান, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ