বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৪২ অপরাহ্ন

নবজাতকের ব্যাংক হিসাবে জমা পড়ল ৬৭ হাজার টাকা

প্রতিনিধির নাম / ৪৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নবজাতকের ব্যাংক হিসাবে জমা পড়ল ৬৭ হাজার টাকা ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া নবজাতক এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে অর্থসহায়তা পাঠাচ্ছেন দানশীল মানুষ।

মঙ্গলবার (১৯ জুলাই) প্রথম দিন ছয় ঘণ্টায় ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬৭ হাজার টাকা।

তিনি  বলেন, সকাল ১০টা থেকেই অ্যাকাউন্টটিতে টাকা জমা শুরু হয়েছে। সবশেষ বিকেল ৪টায় পাওয়া স্টেটমেন্টে দেখা গেছে ৬৭ হাজার টাকা জমা হয়েছে। এভাবে আরও টাকা জমা হবে বলে আশা করছি।

 

‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী অ্যাকাউন্টটির নম্বর ‘৩৩২৪১০১০২৮৭২৮’।

নবজাতক ও তার দুই ভাই-বোন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের দাদা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ