সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১৩ অপরাহ্ন

নতুন পে-স্কেল অথবা মহার্ঘভাতা নিয়ে বড় সুখবর

রাব্বি মল্লিক / ৬১৯ বার
আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে শিগগিরই। নতুন পে-স্কেল অথবা মহার্ঘভাতার বিষয়ে কাজ করছে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে নতুন অর্থ বছরেই সুখবর পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা।

সামাজিক মাধ্যমে এবিষয়ক একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ডিউটি সূত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব স্যারের সাথে তিন দিন থাকি।
স্যার অত্যন্ত ভালো মানুষ, তিন দিনে স্যারে সাথে অনেক কথাই হয়েছে। এর মধ্যে একটি প্রশ্ন আমার মাঝে ঘোরপাক খাচ্ছিলো, স্যার কে বলার জন্য।শেষ পর্যন্ত প্রশ্নটি করেই পেল্লাম,,,,

আমি: স্যার একটা কথা জিগাস করবো? যদি কিছু মনে না করেন.

স্যার: হুম বলো

আমি: স্যার সরকারী চাকুরিজীবীদের নিয়ে সরকারের চিন্তাভাবনা কি ? বিশেষ করে ১১-২০ গ্রেড। নতুন কোন বেতন কাঠামো করার চিন্তা আছে কিনা ?

স্যার: মুচকি হাসি দিয়ে বলল ( হ্যাঁ সরকার এ বিষয় নিয়ে কাজ করছে, সরকারী চাকুরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য। নতুন একটি পে-স্কেল ও দেওয়ার চিন্তা করছে। অথবা ৩০% মহার্ঘ ভাতা। এটা নিয়ে তো অনেক আন্দলোন করতেছে ১১-২০ গ্রেডের লোকেরা। এ বিষয় নিয়ে সরকার ও অনেক চাপে আছেন। এটা নিয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।)

আমি: ধন্যবাদ স্যার এতটুকই জানার ছিলো।
এর পর এ বিষয় নিয়ে আরো অনেক কথাই হয়েছে।

স্যারের কথা শুনে বুঝলাম, সরকারি চাকুরিজীবীরা কিছু পেতে যাচ্ছেন। সবাই নিজ নিজ যায়গা থেকে দোয়া করুন আর আন্দলোন অব্যাহত রাখুন।
ধন্যবাদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ