শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

নতুন করে যে রুটিনে চলবে প্রাথমিকের ক্লাস

রাব্বি মল্লিক / ১৯৮ বার
আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রাথমিকে শুরু হয়েছে সশরীরে ক্লাস। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন। প্রাথমিকের ক্লাস পরিচালনা জন্য মঙ্গলবার রাতেই রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রকাশিত রুটিন থেকে দেখা যায়, দুই শিফটে ক্লাস পরিচালনা করতে হবে। সকাল ৯টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং দুপুরে ১২টা ২০ থেকে বিকেল ৪টা ২০ পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শুরু হতে পারে প্রাকপ্রাথমিক শ্রেণির কার্যক্রম। এ জন্য শিক্ষক সহায়িকায় রুটিন প্রকাশ করা হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের বিশেষ শিখন ঘাটতি চিহ্নিত করে সহায়তামূলক শ্রেণি কার্যক্রম চালাতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ