দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো খেলবে বাংলাদেশ’ ‘ডমিঙ্গো নি’শ্চিত’
টেস্ট হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। বলা হচ্ছে চলতি বছর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের কুড়ি ওভারের সিরিজটি।
তবে ডমিনিকায় পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টিতে তা কতটুকু হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েও হঠাৎ ধসে যায় বাংলাদেশ দলের ইনিংস।
হেড কোচ রাসেল ডমিঙ্গো স্বীকার করেছেন, পরিত্যক্ত ম্যাচে খুব বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। তবে পরের ম্যাচে ভালো করবে তার দল, নিশ্চিত তিনি।
শনিবার ম্যাচ শেষে ডমিঙ্গো বলেন, ‘৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরু ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করব।
ছেলেদের লম্বা ফেরি যাত্রা করতে হয়েছে, শুক্রবার কোনো অনুশীলন করা সম্ভব হয়নি। আজকের খেলাও পরিত্যক্ত হয়ে গেল। তবু ১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।
’বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। পরে আরেক দফা বৃষ্টি হলে আরো ২ ওভার কমে যায় ম্যাচের দৈর্ঘ্য। এমন পরিস্থিতি ১৪ ওভারের ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার পর আবার নামে বৃষ্টি। তখন ৮ উইকেট হারিয়ে টাইগারদের স্কোর বোর্ডে ১০৫ রান।
এরপর খেলা শুরুর অবস্থা তৈরি হলেও হাতে বেশি সময় না থাকায় দুই দলের অধিনায়কের মতামতের ভিত্তিতে ম্যাচ পরিত্যক্ত করা হয়।
যেটিকে একেবারেই আদর্শ বলছেন না ডমিঙ্গো, ‘যা হলো (পরিত্যক্ত) সেটি আদর্শ নয়। তবে এটি দুই দলের জন্যই সমান। দুই দলকেই এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আগে বল করলে ভালো হতো। কিন্তু টস হেরে গিয়েছিলাম। এটি খেলার অংশ।’
পরিত্যক্ত না হলে ম্যাচের ভাগ্য অবশ্য বাংলাদেশের বিপক্ষে যাওয়ার সুযোগই বেশি ছিল। আজ রোববার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়েই ব্যাটিং বিভাগ ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন টাইগার কোচ।
ডমিঙ্গো বললেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করব। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে।
মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল