শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

দেশে ‘মন্ত্রীদের বক্তব্যই প্রমাণ করে তারা জনগণের সরকার নয়’

প্রতিনিধির নাম / ১০২ বার
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। দেশে ‘মন্ত্রীদের বক্তব্যই প্রমাণ করে তারা জনগণের সরকার নয়’

আওয়ামী লীগ ক্ষমতাসীন  দলীয় মন্ত্রীদের বক্তব্যই প্রমাণ করে তারা জনগণের সরকার নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাপের উদ্যোগে ‘গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ: খাদ্যপণ্যের দাম কমাও-মানুষ বাঁচাও’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, যে সরকারের বাণিজ্যমন্ত্রী বলেন- ‘ব্যবসায়ীরা কথা রাখেন নাই’, মৎস্য মন্ত্রী বলেন- ‘জনগণ তিন বেলা গরুর মাংস খেতে পারে’, তখন বুঝতে হবে সরকারের অধিকাংশ মন্ত্রীদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। তারা শুধুমাত্র লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। লুটেরাদের অবস্থান দেখে তারা জনগণের অবস্থা বিচার করছে।

ন্যাপের শীর্ষ এই নেতা বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। এই দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কুপোকাত। সরকার পণ্যের দামের এই ঊর্ধ্বগতি থামাতে পারছে না। কেননা সরকারের পরিচালিত সিন্ডিকেটই মূল্য বৃদ্ধি করেছে। তাই সরকার এই দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে জড়িত।

এ সময় সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারলেও নতুন করে গ্যাস আর বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।
বাজার অর্থনীতি অব্যাহত রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই ক্রয় ক্ষমতাও তার নাগালের বাইরে চলে গেছে।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকারের আচরণেই প্রমাণিত হয় এই সরকার দুর্নীতিবাজ, আমলা, লুটেরা রাজনীতিবিদ, সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। জনগণের কাছে এরা দায়বদ্ধ নয়। দুর্নীতি, লুটপাট, ঋণখেলাপিদের দৌরাত্ম্য, টাকা পাচার আর মেগা প্রজেক্ট দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে।’

ন্যাপের শীর্ষ এই নেতা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ মজুতদার-মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ‘উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় ব্যবস্থা’ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের স্টক গড়ে তুলতে হবে।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুইয়ার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদ, লেবার পার্টির মহাসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, ।

সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মো. কামাল ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, জাতীয় জনতা ফোরামের সভাপতি মুহম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, ঢাকা মহানগর সহ-সভাপতি শফিকুল আলম শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক বাদল দাস, জাতীয় নারী আন্দোলনের সহ-সভাপতি জীবন নাহার, আসমা মল্লিকা, যুগ্ম সম্পাদক মির্জা তাহমিনা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ