বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার, অশান্তির জন্য তিনিই দায়ী, বলল সুপ্রিম কোর্ট

প্রতিনিধির নাম / ৮২ বার
আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‘দেশে এই মুহূর্তে যে অশান্তির আবহ তা ওই মহিলা একা হাতে তৈরি করেছেন। দেশবাসীর কাছে ক্ষমা চান।’’

বিজেপি মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট। দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে তার জন্য একা নূপুরকেই দায়ী করেছে শীর্ষ আদালত।

বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে, এরকম করেছেন যা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নূপুর। তাঁর আইনজীবী বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

তা শুনে বিচারপতি বলেন, ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা
সূত্র আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ