রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন

দুবাইগামীদের জন্য আসলো নতুন যেসব বিধিনিষেধ

রাব্বি মল্লিক / ১২০ বার
আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামীদের জন্য নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি যাত্রীদের দুবাই রওনা হওয়ার আগেই অবশ্যই হোটেল বুকিং থাকতে হবে। একই সাথে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে করোনার আরটি পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সনদ গ্রহন করতে হবে। সেই সনদের ৮টি কপি বিমানবন্দরে উপস্থিত হওয়ার সময় সাথে রাখতে হবে।

বিধিনিষেধে আরো বলা হয়েছে, দুবাই পৌঁছানোর পর বিমানবন্দরে যাত্রীদের বিনামূল্যে আবারো করোনা পরীক্ষা করতে হবে। এই রিপোর্ট দেয়া হবে নমুনা নেয়ার পরদিন বিকেলে (হোটেলে কিংবা মোবাইল নম্বরে)। রিপোর্ট আসার আগ পর্যন্ত যাত্রীকে দুবাইয়ের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেই ওই যাত্রী হোটেল ত্যাগ করতে পারবেন। যদি কোনো যাত্রীর করোনা পজিটিভ আসে তবে তাকে সংযুক্ত আরব আমিরাত সরকারের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মেনে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিধিনিষেধে উল্লেখ্য করা হয়েছে, প্রত্যেক যাত্রীকে যাত্রা শুরুর আগে তাদের স্মার্ট ফোনে অ্যাপ ডাউনলোড করে হেলথ ডিক্ল্যারেশন ফরম পূরণ করতে হবে। যাত্রার সময় পূরণ করা ফরম প্রিন্ট কপি সাথে নিয়ে যেতে হবে।
যাত্রীদের হেলথ ইনস্যুরেন্স নিতে হবে। তবে ১০ বছরের নিচের শিশু এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা আরটি পিসিআর টেস্ট ছাড়াই দুবাই প্রবেশ করতে পারবে।

এছাড়া বাংলাদেশ থেকে যেসব গৃহকর্মী দুবাই যাবেন তাদের সাথে স্পন্সর বা স্পন্সরের মনোনীত ব্যক্তিকে ফ্লাইটে থাকতে হবে বলেও বিধিনিষেধে বলা হয়েছে। গত মঙ্গলবার থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গৃহকর্মী দুবাই যাওয়ার সময় সাথে স্পন্সর বা স্পন্সরের মনোনীত ব্যক্তিকে ফ্লাইটে থাকা প্রসঙ্গে রিক্রুটিং এজেন্সীর একজন মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা কেমন কথা ? যদি দুবাই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে একজন গৃহকর্মীর সাথে একজন স্পন্সর কিভাবে দেয়া সম্ভবপর হবে তা আমি বুঝতে পারছি না।

এব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অথবা জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর ডিজি ভালো বলতে পারেন। এর দুদিন আগে সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানিয়েছে, ঢাকা থেকে দুবাই, শারজাহ ও আবুধানীগামী ফ্লাইটে উঠার ৬ ঘন্টা আগে বিমানবন্দরে আরটি পিসিআর টেষ্ট করানোর যে বাধ্যবাধকতা ছিলো সেটি ইউএই কর্তৃপক্ষ তুলে নিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ