বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

দুই সপ্তাহ পর বাসায় ফি’রলেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ১০৮ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। দুই সপ্তাহ পর বাসায় ফি’রলেন খালেদা জিয়া

টানা ১৪ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।এর আগে একই দিন ৫টা ৪০মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন তিনি।

এ দিন বিকেলে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছিলেন- শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও ওমিক্রনের সংক্রমণ এড়াতে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে।

ওই সময় মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার বলেন, সংক্রমণ এড়াতে ঝুঁকি থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেখানে প্রতিনিয়ত মনিটরিংয়ের মধ্যে থাকবেন। এছাড়া জটিলতা দেখা দিলেই তাকে হাসপাতালে নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্য এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার কিডনির জটিলতা কিছুটা সমাধান করা গেলেও, অভ্যন্তরীণ রক্তক্ষরণই এখন বড় চ্যালেঞ্জ।

এছাড়া অন্যান্য শারীরিক জটিলতার কথা জানিয়ে তিনি বলেন, উনার ব্লাডিংয়ের চান্স, সিরোসিস অব লিভার সেটা কিন্তু রয়ে গেছে। এটার কোনো চিকিৎসা হয়নি। আমরা শুধু উনার ব্লিডিং স্পটগুলোকে মাইগ্রেশন করে বন্ধ করে রেখেছি।

সেগুলো গত ছয় মাসে কী অবস্থা হয়েছে, আমরা কিন্তু ফলোআপ করতে পারিনি। এখন কার্ডিয়ার কন্ডিশনের জন্য উনার ফলোআপ করাটা আরও রিস্কি হয়ে যাচ্ছে।

তবে এখনও খালেদা জিয়ার ফ্লাই করার মতো শারীরিক সক্ষমতা আছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালে রেখে তার চিকিৎসা সম্ভব হচ্ছে না। বিদেশে নিয়ে চিকিৎসা করলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, গত ১০ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

পরদিন ১১ জুন তার এনজিওগ্রাম করা হয়। ওই সময় রিপোর্টে তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। পরে সেটিতে রিং বসানো হয়। সবমিলিয়ে টানা ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে শুক্রবার বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ