বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন

দুই মাসের মধ্যেই ইউরোপের অর্ধেক জনগোষ্ঠী ওমিক্রন আক্রান্ত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক, নরসিংদী খবর / ১৮১ বার
আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
দুই_মাসের_মধ্যেই_ইউরোপের_অর্ধেক_জনগোষ্ঠী_ওমিক্রন_আক্রান্ত_হতে_পারে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে আগাম বার্তা জানিয়েছে যে, আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেক ইউরোপ করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেন, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে ওমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে। সেটা ছাড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টকেও।

২০২২ সালের প্রথম সপ্তাহেই ইউরোপে ৭০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছেন। তার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পূর্বাভাস দিয়েছে। দুই সপ্তাহের মধ্যেই ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

ড. হান্স ক্লুজ বলেন, ‘বর্তমানে ওমিক্রন সংক্রমণের একটি ঢেউ পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। যেসব দেশ ২০২১ সালের শেষ দিকে ডেল্টার বিস্তার ঠেকাতে কাজ করছিল, সেসব দেশেও এটি ডেল্টা ধরনকে ছাড়িয়ে যাচ্ছে।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১২৮টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/ নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ