বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমীর, হযরত হাফেজ্জী হুজুরের (রহ.) মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ ও গবেষক মাওলানা জাফরুল্লাহ খান মা রা গেছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের প্রতিষ্ঠিত চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া দামপাড়া মাদ্রাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার মিডিয়া উপ-কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির এ তথ্য নিশ্চিত করেন।
জাফরুল্লাহ খানের মরদেহ এখন চট্টগ্রামে দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে। মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খানের জানাজা ও দাফন শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় তার জন্মস্থান নেত্রকোণা পৌরসভার মালনী গ্রামে অনুষ্ঠিত হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে