বিতর্কীত কর্মকান্ডে প্রতিমন্ত্রীর পদ হারিয়ে কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে দেশে ফেরার প্রায় ৪০ দিন পর প্রকাশ্যে দেখা গেল ডা. মুরাদ হাসানকে।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে চাচার জানাজায় অংশ নিতে জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দির গ্রামের বাড়িতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার।
গ্রামের বাড়িতে পৌঁছে নেতাকর্মী ও পরিবারের সদস্যেদের সঙ্গে কথা বলেন মুরাদ হাসান। পরে বেলা সাড়ে তিনটার দিকে চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজায় অংশ নেন। মন্ত্রিত্ব হারানোর পর এই প্রথম মুরাদ হাসান তার নিজ নির্বাচনি এলাকায় এলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে