বিনোদন ডেস্ক ।। দীঘির ‘শেষ চিঠি’
শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। ওই একরত্তি বয়সেই পেয়েছিলেন অসংখ্য অনুরাগী। কিন্তু বড়বেলায় এসে সব যেন ফিকে হয়ে যায়।
নায়িকা চরিত্রে অভিষেক হলেও সেই জনপ্রিয়তা আর ফিরে পাননি তিনি। তার বদলে হয়েছেন সমালোচিত।
এরপর বড়পর্দায় তাকে দেখা গেলেও উল্লেখ করার মতো কিছু ছিল না তা। তাই তাকে নিয়ে আশাবাদীদের মনে আক্ষেপ ছিল বেশ। এবার যেন তাদের সেই আক্ষেপ ঘোচানোর একটি সুযোগ পেয়েছেন দীঘি। প্রথমবারের মতো ওটিটি মাধ্যমে অভিষেক হতে চলেছে তার।
‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন সুমন ধর। ওয়েব ফিল্মে দীঘির চরিত্রটির নাম ‘তুলি’। সে ভালোবেসে ঘর বাঁধে শ্যামলের সঙ্গে।
কিন্তু শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয় না। ফলে টানাপোড়েন চলতে থাকে তুলি-শ্যামলের সংসারে। এভাবেই এগিয়ে চলে গল্প।
এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমি যা দিয়েছি তার সবটুকু নির্মাতা আদায় করে নিয়েছেন। সহশিল্পী হিসেবে ইয়াশ যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি দারুণ অভিনয় করেছেন। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
নির্মাতা সুমন ধর বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্মাণে আছি। সবসময় চেয়েছি ভালো কাজ দিয়ে দর্শকের মন জয় করতে। ওটিটি এই মুহূর্তে বিশাল বাজার তৈরি করেছে। দর্শকও দিন দিন ওটিটির দিকে ঝুঁকছেন। আমিও চেষ্টা করেছি ওটিটির জন্য নতুন গল্প দেওয়ার।’
ওয়েব ফিল্মটিতে দীঘির বিপরীতে ‘শ্যামল’ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, হিন্দোল রায় ও মিলি মুন্সী। জুনের ২ তারিখে দেশের একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এটি।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল