প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের।এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৬১ জনে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন।এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।
নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।গত ২৪ ঘন্টায় দেশে ৪৪ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ১৩ হাজার ১৫৪ জন।শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।
এসময় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৯ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৬, খুলনায় ৭, বরিশাল ৩, সিলেটে ১ এবং ময়মনসিংহ ১ জন মারা গেছেন।