বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন

দাবি মেনে নেন, চা খেতে সমস্যা নেই: প্রধানমন্ত্রীর উদ্দেশে ফখরুল

প্রতিনিধির নাম / ৯৪ বার
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর চা খেতে সমস্যা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে চা খাওয়াব।’ তার আগে বলে দেন নিরেপক্ষ সরকার সিস্টেম এনে দিচ্ছি। তাহলে চা খাওয়ার অসুবিধা কী? সমস্যার সমাধান হচ্ছে নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার।

রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘বিদ্যুৎ ও জ্বালানিখাতে অমানিশা : দুর্নীতি আর লুটপাটের খেসারত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ উৎপাদনের সব ব্যবস্থা সরকার করেছে। কিন্তু জ্বালানি কোথা থেকে আসবে সে ব্যবস্থা সরকার করেনি। জ্বালানির ব্যাপারে সরকার কোনো পরিকল্পনা করেনি। পরিকল্পনা না করার কারণে দেশে আজ বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে।

তিনি বলেন, এখনো যে দেশের মানুষ দুই বেলা খেতে পায় না, যে দেশের মানুষ এখনো ৪২ শতাংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সেই দেশকে সিঙ্গাপুর বানাচ্ছেন। আপনাদের নিরাপত্তার জন্য আবার কানাডায় বেগম পাড়া করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে সেকেন্ড হোম করছেন। এইটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চেহারা।

কোনো ক্ষেত্রেই সরকারের কোনো ধরনের জবাবদিহি না থাকার কারণে বিভিন্ন খাতে সংকট দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এক বিদ্যুতেই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে।

টেন্ডার ছাড়া প্ল্যান্ট হবে, এ বিষয়ে কাউকে প্রশ্ন করা যাবেন না, কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না। যেখানে ইনডেমনিটি দেওয়া হয়, সেখানে আপনি কী করে আশা করতে পারেন দুর্নীতি হবে না?

‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়’ খনার বচনটি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এখন এই বচন এতই যথার্থ যে শাসকদের দুর্নীতি, লুটপাট, তাদের অশিক্ষা, ব্যর্থতা—সব মিলিয়ে দেশের মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলেছে। প্রতিটি ক্ষেত্রে মানুষ কষ্ট পাচ্ছে। অথচ তাদের মুখের ভাষা কী। তারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিচ্ছে, মালয়েশিয়া বানিয়ে দিচ্ছে। কানাডা, সান ফ্রান্সিসকোও বানিয়ে দিচ্ছে।

শ্লেষের সুরে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে নিঃসন্দেহে কোনো কোনো জায়গা আছে, আমি নাম উল্লেখ করতে চাই না। যেখানে গেলে আপনার মনে হবে আসলেও বোধ হয় তা-ই

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ