মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন

দা’বদাহ ও দা’বানলে পুড়ছে গোটা ইউরোপ

প্রতিনিধির নাম / ৭১ বার
আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।। দা’বদাহ ও দা’বানলে পুড়ছে গোটা ইউরোপ

উত্তর আফ্রিকা থেকে সৃষ্ট তীব্র দাবদাহ ও দাবানলে পুড়ছে ইউরোপের কয়েকটি দেশ। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সে দাবদাহ কমার কোনো লক্ষণ নেই। হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মীরা দিনরাত চেষ্টার পরেও দাবানলে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছেন। আর মাত্রাতিরিক্ত গরমের কারণে প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছেন।

বিবিসি জানায়, গত মঙ্গলবার থেকে পর্তুগালের আবহাওয়া রেকর্ড ৪৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ পর্যন্ত দেশটির আবহাওয়া ৪০ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। চলতি বছর দাবানলের কারণে দেশটির ৭৫ হাজার একর বনভূমি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

দেশটির দাবানলের প্রধান কেন্দ্র হচ্ছে পর্তু শহর। গত সপ্তাহে দাবদাহের কারণে অন্তত ২৩৮ জন মানুষ মারা গিয়েছেন। আর দেশটির উত্তরাঞ্চলে স্পেনের সীমান্তবর্তী একটি এলাকায় পানি ছিটানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট মারা গিয়েছেন।

ইউরোপের আরেক দেশ স্পেনের আবহাওয়া ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনে দেশটিতে অন্তত ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

স্পেনের এক নাগরিক জানান, দাবানলের কারণে তিনি রাতে ঘুমাতে পারেননি। তিনি এখনও দাবানলের তীব্রতা ভুলতে পারছেন না।

আর ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানায়, গতকাল রবিবার দেশটির দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় সর্বোচ্চ ৪১ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ (সোমবার) এ তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

গত শনিবার ফ্রান্সের আবহাওয়া বিভাগ ২২ টি অঞ্চলে উচ্চ অরেঞ্জ সতর্কতা জারি করে।
দাবানলের কারণে ২৫ হাজার একর বনভূমি আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন ফ্রান্সের এক মন্ত্রী। ওই সব অঞ্চল থেকে বন্যপ্রাণীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি।

বার্তা সংস্থা এএফপিকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক নাগরিক জানান, চলতি বছরের মত দাবদাহের তীব্রতা এর আগে কখনো দেখেননি।
আর যুক্তরাজ্যে উচ্চ তাপমাত্রা ঝুঁকির কারণে জরুরি সতর্ক বার্তা জারি করা হয়েছে। একই পরিস্থিতি ইতালিতেও।
ইতালির সরকারও কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে।

আর গ্রীসের রাজধানী এথেন্সের ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিনির্বাপক কর্মীরা। আশেপাশের অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

উত্তর মরক্কোতেও একই পরিস্থিতি। সেখানকার বহু প্রদেশে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। স্থানীয় একটি গ্রাম সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। আর দাবানলের কারণে সেখানে একজন নিহত হয়েছেন।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে গরমের তীব্রতা অতীতের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। শিল্প বিপ্লব শুরু হওয়ার পর থেকে চলতি শতকের শুরু পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। জলবায়ুর বৃদ্ধি নিয়ন্ত্রণে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে জলবায়ুর তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ