মেহেরপুর জেলা প্রতিনিধি || দাদীর সামনেই নাতিকে যাত্রীবাহি বাস চাপা দিল।
মেহেরপুরের গাংনীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস চাপায় আম্মান (৩) নামর এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ৮টার দিক কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পশ্চিম মালসাদহ ব্রীজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। শিশু আম্মান গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আম্মান রাস্তা পার হয়ে তার দাদীর কাছে যাবার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী একটি যাত্রিবাহী বাস তাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লাকজন আম্মানকে উদ্ধার কর গাংনী উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল