বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন

দলে ফিরলেন কোহলি , সিরিজ নিশ্চিতের ম্যাচে

স্পোর্টস ডেস্ক / ৯০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক || দলে ফিরলেন কোহলি , সিরিজ নিশ্চিতের ম্যাচে।

সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমত একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে ভারত। স্বাগতিকদের ব্যাটিং একাই ধসিয়ে দেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

ভারতীয় সমর্থকদের খুশির সংবাদ দলে ফিরেছেন বিরাট কোহলি। প্রথম ওয়ানডেতে ইনজুরির জন্য একাদশে ছিলেন না এই ডানহাতি ব্যাটার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন কোহলি। সেই ঘোষণা আজই দিয়েছে বিসিসিআই। এমন দিনে ভারতের একাদশে কোহলির ফেরা তার ভক্তদের জন্য কিছুটা হলেও আনন্দের।

ইংলিশ দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। অপরদিকে শ্রেয়াস আয়ারের বদলে ভারতের একাদশে ফিরলেন বিরাট কোহলি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার, জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ডেভিড উইলি, ক্রেইগ ওভারটন, ব্রাইডন কার্স এবং রিস টপলি।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত , হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ