সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নি”হত ৪

প্রতিনিধির নাম / ১৫৭ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। শনিবার (১৬ জুলাই) সকাল ৬টায় মির্জাপুর উপজেলার দুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।

জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে।

এতে যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ