নেত্রকোনা জেলা প্রতিনিধি।। ত্রা’ণবাহী ট্র’লারডুবি, পু’লিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় উ’দ্ধার
নেত্রকোনার কলমাকান্দা বন্যার্তদের জন্য আসা ত্রাণবাহী একটি ট্রলার বিদুৎবাহী খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাবার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৯ জুন) দুপুরে দিকে কলমাকান্দা উপজেলার নোয়াগাঁও এলাকার সোনাডুবি হাওরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ট্রলারে থাকা ১২ জন সেচ্ছাসেবী ও ত্রাণের মালামাল উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ১২ জনের একটি সেচ্ছাসেবি দল টাঙ্গাইল থেকে সুনামগঞ্জের মধ্যনগরে বানভাসিদের জন্য ৬০০ প্যাকেট ত্রাণ নিয়ে যাচ্ছিলেন।
পথে ওই নোয়াগাঁও এলাকার সোনাডুবি হাওরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদুৎবাহী খুঁটির সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় সেচ্ছাসেবিদের একজন ৯৯৯ কল দেওয়ার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেচ্ছাসেবীসহ তাদের মালামাল উদ্ধার করে।
পরে তাৎক্ষণিক এসব মালামাল স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় বলেও জানান ওসি।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল