নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল | তিশার বদলে ফারিয়া
‘দি বক্স’ নামের একটি অনুষ্ঠানে পরপর দুটি সিজন উপস্থাপনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ বছর মা হয়েছেন তিনি। মেয়েকে নিয়েই এখন তাঁর যত ব্যস্ততা। আপাতত কোনো ধরনের শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি। এদিকে অনুষ্ঠান আয়োজক-সংশ্লিষ্টরা ঈদুল ফিতরে অনুষ্ঠানটি প্রচারের উদ্যোগ নিয়েছে। তাই বাধ্য হয়ে অন্য কাউকে দিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের পরিকল্পনামতে, ‘দি বক্স’ এর তৃতীয় সিজনে উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া।
৮ থেকে ১০ এপ্রিল তিন দিন অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হবে। খবরটি নিশ্চিত করে ফারিয়া বলেন, ‘আগের দুটি সিজন তিশা আপা করেছেন। এবার তৃতীয় সিজনটি আমি করতে যাচ্ছি।’
এই অনুষ্ঠানের উপস্থাপনা করার ব্যাপারে ফারিয়া বলেন, ‘একেবারে ভিন্ন কিছু হলে বছরে দু-একটি অনুষ্ঠান উপস্থাপনা করি। এই অনুষ্ঠানের আয়োজকেরা যখন আমার কাছে আসেন, তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারি, আগের দুটি সিজন থেকে এবারের সিজন আরও গর্জিয়াস ও গ্ল্যামারস হবে। পরিকল্পনা পছন্দ হলো, আমিও রাজি হলাম।’
জানা গেছে, আগের দুটি সিজনে প্রতি পর্বে উপস্থাপকের সঙ্গে অনলাইনে একজন তারকা ও ওই তারকার একজন ভক্ত অংশ নিতেন। এবার আলাদা করে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনলাইনে প্রতিটি পর্বেই দুজন করে সংগীত তারকা উপস্থাপকের সঙ্গে যোগ দেবেন। ফারিয়া বলেন, ‘এবার সাতটি পর্বই সংগীত তারকাদের নিয়ে সাজানো হয়েছে। আমারও যেহেতু টুকটাক গান সম্পর্কে অভিজ্ঞতা আছে, এই অনুষ্ঠান করাটা আমার জন্য একটু সুবিধা হবে। তা ছাড়া এর আগের দুই সিজনে আমি নিজেও দুইবার অতিথি হয়েছিলাম। সেহেতু অনুষ্ঠানটি সম্পর্কে আমার আগেই কিছুটা ধারণা আছে।’
ফারিয়া জানান, প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন তাহসান খান ও অমিত এবং কনা ও ইমরান। এদিকে ২৩ দিন তুরস্কে বেড়িয়ে ৩ এপ্রিল ঢাকায় ফিরেছেন এই নায়িকা। জানালেন ‘দি বক্স’ অনুষ্ঠানের তিন দিনের শুটিং শেষে ১২ এপ্রিল কলকাতায় যাবেন তিনি। সেখানে ১৩ এপ্রিল একটি শো করবেন। এরপর ১৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন তিনি।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল