সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতেই দিয়েছেন তামিম ইকবাল। আর তার ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা ম্যাচ জিতেছে ৯ উইকেটে। ল্যান্ডল সিমন্সের সেঞ্চুরিতে ভর করে মিনিস্টার ঢাকার বিপক্ষে ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল সিলেট সানরাইজার্স।
সিলেটের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ও মোহাম্মদ শাহজাদ। এই দুজনে ওপেনিং জুটিতে মাত্র ওভারেই ১০০ রান তোলে ঢাকা।
শাহজাদ দেখেশুনে খেললেও তামিম শুরু থেকেই ছিলেন মারমুখি। তিনি মোসাদ্দেক হোসেনকে ডাউন দ্য উইকেটে এসে চার মেরে ক্যারিয়ারের ৪৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন।
তামিম তিন অঙ্ক পেরিয়ে ৬৪ বলে ১১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। তামিমের এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বিশাল ছক্কা ও ১৬টি চারে।
অন্যপ্রান্তে তামিমকে দারুণ সঙ্গ দিয়েছেন শাহজাদ। এই আফগান ওপেনার ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। জয়ের মতার ৩ রান বাকি থাকতে এই ব্যাটার ব্যক্তিগত ৫৩ রানে আলাউদ্দিন বাবুর বলে সানজামুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।