ছবি সংগ্রহীত
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে তরা সেতুর কাছে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১০ জন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের সদর উপজেলার তরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উভয় দিকে যানবাহন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আশিক গাজী (২৮)। তিনি রাজবাড়ী জেলার ব্রাহ্মণদিয়া গ্রামের জয়নাল গাজীর ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, সকালে তরা সেতু এলাকায় ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে পাটুরিয়াগামী সেলফি পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আশিক নিহত হন। এর পর ফায়ার সার্ভিসকর্মীরা এসে গুরুতর আহতাবস্থায় বাসচালক ও ট্রাকচালককে উদ্ধার করেন। এ ছাড়া আরও ১০ জন আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার স্থল থেকে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে ছয় কিলোমিটারব্যাপী যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য দুর্ঘটনাকবলিত যানবাহন দুটোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন ??
ইমরানের মডেল হলেন অভিনেত্রী নীলাঞ্জনা
ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া ‘ঘুম ঘুম চোখে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন নাটকের অভিনেত্রী নীলাঞ্জনা নিলা।
জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক এটি প্রকাশ করছে।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, আমি বরাবরই একটু ভিন্ন ধরনের কথার গান করার চেষ্টা করে আসছি। এ গানটির কথা ও সুর সবার মনে দাগ লাগবে আশা করছি। এছাড়া উৎসবে শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করেন এটি তেমনি বলতে পারি।