সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার অভিনেত্রী তানহার বাড়ি থেকে ১৫ লাখ টাকার গ’হনা চু’রি

প্রতিনিধির নাম / ৮১ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক।। ঢাকাই সিনেমার অভিনেত্রী তানহার বাড়ি থেকে ১৫ লাখ টাকার গ’হনা চু’রি

ঢাকাই সিনেমার অভিনেত্রী তানহা মৌমাছির বাড়িতে চু’রি হয়েছে। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।

বর্তমানে নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন তানহা। তার বাবা জয়নাল আবেদীন জিনু মণ্ডল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। বাবার নির্বাচনী প্রচারণা, ভোট প্রার্থনায় তাকে যেতে হচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে। ঠিক এমন সময় সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার শোবার ঘরের দরজা ভেঙে চুরি করা হয়েছে।

এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুকে হতাশা প্রকাশ করে তানহা লিখেছেন, ‘বিপদ যখন আসে চারদিক থেকে আসে। খুব কষ্ট পেয়ে আজ কথাগুলো লিখলাম। আমার রুম থেকে হীরার গহনাসহ ১৪-১৫ লাখ টাকা মূল্যের জিনিস চুরি হয়ে গেছে।’

এরপর তিনি আরও যোগ করেন, ‘আমার খুব লাকি একটা আঙটি ছিলো সেটাও নিয়ে নিল। কষ্টে নিজেকে পাগল পাগল লাগছে।’
চুরির বিষয়ে সংবাদমাধ্যমকে তানহা বলেন, ‘আমি আমার রুম থেকে কিছু সময়ের জন্য বাড়ির ছাদে গিয়েছিলাম। দুই ঘণ্টার মধ্যে এই চুরি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, মনে হচ্ছে তারা আমাদের পরিচিতদের কেউ। একদিকে বাবার নির্বাচন অন্যদিকে এই চুরির ঘটনা। বড় ধরনের ধাক্কা খেলাম।’

এরইমধ্যে চুরির বিষয়টি পুলিশকে অবগত করেছেন বলে জানান তানহা।নির্মাতা শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে সিনেমার চলচ্চিত্রে অভিষেক হয় তানহার। এরপর কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার। এগুলো হলো ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’। মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ