বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

ড্রাইভিং লাইসেন্স পেতে নতুন করে যে নিয়ম চালু

রাব্বি মল্লিক / ১৭০ বার
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ড্রাইভিং লাইসেন্স পেতে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৩০ জানুয়ারি) থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট সনদ। অর্থাৎ চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের আবেদনপত্রের সঙ্গে ডোপ টেস্টের সনদ বিআরটিএতে জমা দিতে হবে।

বিআরটিএ’র পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী এই তথ্য জানিয়েছেন। শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, ‌‘আজ থেকে নতুন এ নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এতে চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের আবেদনপত্রের সঙ্গে ডোপ টেস্টের সনদ বিআরটিএতে জমা দিতে হবে।’

গত ১৩ জানুয়ারি ডোপ টেস্টবিষয়ক এক পরিপত্রে বলা হয়, যদি ডোপ টেস্ট পজিটিভ (মাদক সেবনের আলামত) হয় বা তাতে বিরূপ মন্তব্য থাকে, তাহলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়ন করা যাবে না। ডোপ টেস্ট সারাদেশে সব পর্যায়ের সরকারি হাসপাতাল এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ৬টি প্রতিষ্ঠান থেকে করা যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবহন চালকদের মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে ২০২০ সালের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ