বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন

ডিএনসিসির পশুর হাটে ‌ডি‌জিটাল বুথ চালু

প্রতিনিধির নাম / ৭৯ বার
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক।।  ডিএনসিসির পশুর হাটে ‌ডি‌জিটাল বুথ চালু

ঈদের সময় গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৬টি প’শুর হাটে চালু হয়েছে ডিজিটাল পেমেন্ট বুথ।

গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের হাটে এই বুথগুলো চালু করা হয়েছে।
গতকাল সোমবার (৪ জুলাই) রাজধানীর ভাটারা পশুর হাটে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিজিটাল পেমেন্ট বুথের উদ্বোধন করেন।

মোহাম্মদ মাহে আলম বলেন, ‘কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে স্মার্ট হাটের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ডিএনসিসির ৬টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ চালু করা হয়েছে। এই উদ্যোগ ক্রেতা-বিক্রেতাদের নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া-ফাটা নোট সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির কাউন্সিলর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ