নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
স্কাইডাইভিং করার স্বপ্ন থাকে অনেকের। তবে এটি অনেক ঝুকিপূর্ণ হয়ে থাকে। অনেক সময় স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারাও যান। এরকম দুর্ঘটনার শিকার হয়েছেন ২১ বছর বয়সী কানাডার বিখ্যাত টিকটকার তানিয়া পারদেজির।
জানা গেছে প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন তানিয়া। কিন্তু সময়মত প্যারাসুট খুলতে না পারার ফলে মাটিতে আছড়ে পড়েন তিনি। ফলে গুরুতর চোট পান তিনি। ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
টরন্টোর স্কাইডাইভ সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘তানিয়া অনেক নীচে এসে প্যারাসুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি।’
তানিয়া মূলত কানাডার বাসিন্দা ছিলেন। তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি নিয়ে পড়ছিলেন। নানা দুঃসাহসিক কাজ করে তার ভিডিও তিনি পোস্ট করতেন টিকটকে। স্কাইডাইভিংয়ের হাতেখড়ি ছিল এটা, তাও আবার একা। আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর