সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

ট্রে’নের ছাদ থেকে পড়ে যাওয়া শি’শুর পরিবারকে খুঁ’জছে পু’লিশ

প্রতিনিধির নাম / ৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

ময়মনসিংহ  জেলা প্রতিনিধি।। ট্রে’নের ছাদ থেকে পড়ে যাওয়া শি’শুর পরিবারকে খুঁ’জছে পু’লিশ

ময়মনসিংহে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে খাদিজা (৯) নামে এক শিশু আহত হয়েছে। কয়েক ঘণ্টা পার হলেও তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে বাবা-মাকে হারিয়ে অঝোরে কাঁদছে খাদিজা। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বজনদের খুঁজছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে কোতোয়ালি মডেল থানায় গিয়ে কথা শিশুটির সঙ্গে। সে জানায়, তার বাড়ি শেরপুর। বাবার নাম আতাব আলী। মায়ের নাম মোমেনা। এর চেয়ে বেশি কিছু বলতে পারছে না মেয়েটি। এসব কথা বলতে বলতেই অনবরত কাঁদছিল সে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বেলা ১১টার দিকে নগরের মিন্টু কলেজ রেল গেট এলাকায় চলন্ত অবস্থায় ডিশ লাইনের তারে বেজে কমিউটার ট্রেন থেকে শিশুসহ দুইজন পড়ে যায়।

এ সময় এক যুবক মা’রা গেলেও খাদিজা ভাগ্যক্রমে বেঁচে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।বর্তমান সে আমাদের হেফাজতে রয়েছে।

আমরা ইতোমধ্যে ছবিসহ যেসব কথা বলতে পারছে তা শেরপুরের সব থানায় পাঠিয়েছি এবং ফেসবুকেও দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই তার পরিবারকে ফিরে পাবে মেয়েটি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ