সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন

ট্যাঙ্কের শহরে প্রবেশ রুখতে নিজের শরীরে মাইন বেঁধে ব্রিজ উড়িয়ে দিলেন ইউক্রেনের সৈনিক

রাব্বি মল্লিক / ১৪৩ বার
আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়ার ট্যাঙ্কের শহরে প্রবেশ রুখতে শরীরে মাইন বেঁধে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনের এক সৈনিক! সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, সেতু ভেঙে যাওয়ায় রাশিয়ার ট্যাঙ্ক বাহিনীকে ঘুরপথে আরও অনেকটা বেশি সময় নিয়ে ইউক্রেনের মূল ভূখণ্ডে ঢুকতে হয়। এতে সময়ও যায় অনেকটা বেশি। এই সুযোগে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও খানিকটা

ব্রিজসহ নিজেকে উড়িয়ে দেয়া ওই সৈনিকের নাম ভিতালি স্কাকুন ভোলোদিমিরোভিচ। পদমর্যাদায় ইউক্রেনের নৌ সেনার ব্যাটালিয়ন ইঞ্জিনিয়র।

রাশিয়া অধিকৃত ক্রাইমিয়া থেকে ইউক্রেনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য প্রশস্ত রাস্তা খেরসন প্রদেশ হয়ে যায়। সেই রাস্তার উপর হেনিচেস্ক সেতু।

রাশিয়ার সাঁজোয়া গাড়ি ও ট্যাঙ্ক সেই পথ দিয়েই মূল ইউক্রেনে ঢুকে পড়ার পরিকল্পনা করেছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ান ভিতালি স্কাকুন ভলোদিমিরোভিচ।

যখন দেখলেন, ইউক্রেনে ঢুকে পড়তে মরিয়া রুশ ট্যাঙ্কের সারি এগিয়ে আসছে সেতু লক্ষ্য করে, গায়ে মাইন বেঁধে নিজেকেই উড়িয়ে দিলেন। মুহূর্তে ধসে পড়ল চার লেনের সেতু। থমকে গেল রাশিয়ার ট্যাঙ্ক বাহিনী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ