শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন

টিপ পরা সহশিল্পীদের হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক

রাজু ডিয়ান / ৯৬ বার
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
টিপ_পরা_সহশিল্পীদের_হিজাব_পরে_ছবি_দিতে_বললেন_সিদ্দিক
টিপ পরা সহশিল্পীদের হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল | টিপ পরা সহশিল্পীদের হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক
সিদ্দিকুর রহমান, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি টিপকাণ্ডে শোবিজের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে কপালে টিপ পরে প্রতিবাদ জানাতে দেখা গেছে। তাদেরকে ‘পাগল বলে’
আখ্যায়িত করলেন এই অভিনেতা।
এ নিয়ে শোবিজের মানুষদের সমালোচনার মুখে আছেন সিদ্দিক। তার মধ্যে আবার নতুন মন্তব্য নিয়ে হাজির ‘গ্রাজুয়েট’ খ্যাত এই তারকা। এবার টিপ পরা শিল্পীদের হিজাব পরা ছবি দেখতে চাইলেন সিদ্দিক।
নওগাঁর একটি স্কুলে হিজাব পড়ে যাওয়ায় কয়েকজন ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়ার ইস্যুকে টেনে এনে এ কথা বললেন তিনি।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পেটান ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। বিষয়টি নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।
এ নিয়ে সবাই প্রতিবাদ করলেও এবার নীরব ভূমিকায় সেই সব অভিনেতা ও অভিনেত্রীরা যারা কয়েকদিন আগেই টিপকাণ্ডে টিপ পরে ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাদের উদ্দেশ্যেই সিদ্দিক নিজের ফেসবুকে লিখেছেন, ‘জাতি তোমাদের হিজাব পরা ছবি দেখতে চায়।’
অভিনেতা সিদ্দিকুর রহমানের মতে, ‘তার যেই সব সহকর্মী সেলেব্রিটিরা এতদিন টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? জাতি তোমাদের হিজাব পরা ছবি দেখতে চায়।’
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল দুপুরে নওগাঁ উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পড়ে যাওয়ায় ছাত্রীদের মারধর করেন শিক্ষিকা আমোদিনি পাল। মারধরের শিকার হয়ে ছাত্রীরা স্কুল থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়।
পরে এ ঘটনায় তোলপাড় শুরু হয় এলাকায়। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষিকার প্রতি। কয়েক’শ অভিভাবক ঘটনার পরদিন দুপুরে স্কুলে গিয়ে এর প্রতিবাদ জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ