সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

টাকার অভাবে ছাত্রাবাসে যেতে না পারায় কলেজছাত্রের আ’ত্ম’হ’ত্যা

প্রতিনিধির নাম / ১৩৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

যশোরের মনিরামপুরে রুহুল আমিন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৪ জুলাই) সকালে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুহুল আমিন উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে। সে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, রুহুল আমিন রাতে খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়।

সকাল সাড়ে ৯টার দিকে তার মা রহিমা বেগম খাবারের জন্য ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন।

এ বিষয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে

পারছিলেন না। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আশিকুর বলেন, অন্য কোনো কারণ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ