বিপর্যয়ের পর দেখেশুনে খেলছেন মিরাজ-আফিফ। ক্রিকইনফোর পরিসংখ্যান জানাচ্ছে, দুজনেরই শটের ক্ষেত্রে নিয়ন্ত্রণের হার ৮০ শতাংশের বেশি। তবে হাতে মাত্র ৪ উইকেট থাকায় বাংলাদেশের জন্য শঙ্কা।
মিরাজ-আফিফের অনবদ্য জুটিতে বাংলাদেশের ইনিংসে ১০০ পার হয়ে গেল। ২৯ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৬। আফিফ ৪৬ ও মিরাজের রান ৩৭। দুজনে মিলে এরই মধ্যে ৮১ রানের জুটি গড়ে ফেলেছেন।
৪৫ রানে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে এর আগে কখনোই এত কম রানে ৫ উইকেট হারায়নি বাংলাদেশ। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৭৯ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ ২০১৮ সালে, এশিয়া কাপে, আবুধাবিতে। ২৫৫ রানতাড়ায় সে ম্যাচে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১১৯ রানেই।
সব মিলিয়ে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে কম রানে ৫ উইকেট হারানোর রেকর্ডটি ২০১২ সালের। সেবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ রান করতেই পঞ্চম উইকেটটি হারিয়েছিল তারা, ২১১ রানতাড়ায় গুটিয়ে গিয়েছিল ১৩৬ রানেই।