দীর্ঘ বিরতি দিয়ে ২১৭ দিন পর একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে শুরুতেই আফগান শিবিরে আঘাত হেনেছিলেন মুস্তাফিজ। এরপর মাহমুদুল্লাহ আর সাকিবের ক্যাচ মিসে আফগান দুই ব্যাটসম্যান মাত্রই ক্রিজে সেট হয়ে হাত খুলতে শুরু করেছিলেন আফগান দুই ব্যাটসম্যান রহমত শাহ আর ইব্রাহিম জাদরান।
তাদের সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ৪৫ রানের জুটি ভাঙেন শরীফুল ইসলাম। নিজের তৃতীয় ওভারে এসে ইব্রাহিম জাদরানকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান এই তরুণ পেসার। আউট হওয়ার আগে ইব্রাহিম করেন ২৩ বলে ১৯ রান।
এর আগে আফগান ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই মুস্তাফিজের দলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৭ রান। মুস্তাফিজ-তাসকিন মিলে উইকেটের দুই প্রান্ত থেকে বেশ ভালোভাবেই চেপে ধরেছিলেন আফগান ব্যাটসম্যানদের। তবে তারপরেই ক্যাচ মিসে জীবন পেয়ে তাসকিনের ওপর চড়াও হন দুই আফগান ব্যাটসম্যান রহমত শাহ আর ইব্রাহিম জাদরান।
এই সিরিজে আফগানিস্তানকে হারাতে পারলে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলের সবার উপরে উঠে যাবে বাংলাদেশ। আর যদি ৩ ম্যাচ জিতেই আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে ওডিআই র্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে ৬ নাম্বারে উঠে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
মাঠে দর্শক ফেরার এই সিরিজে আফগান বধের আশায় থাকা বাংলাদেশের হয়ে আজ একদিনের ম্যাচে অভিষেক হয়েছে চট্টগ্রামের ঘরের ছেলে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এছাড়া তামিম ইকবালের নেতৃত্বে আজ বাংলাদেশ দলের একাদশে আছেন চার সিনিয়র ক্রিকেটারই। তামিম-সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ এইচার সিনিয়রই ওয়ানডেতে একসাথে খেলতে নামছেন ২৭১ দিন পর। রশিদ-মুজিবদের স্পিন নিয়ে গড়া আফগান একাদশের বিপক্ষে তিন পেসার মুস্তাফিজ, তাসকিন আর শরীফুলকে নিয়ে দল সাজিয়েছে টাইগার বাহিনী।
এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কোরবর্ডে আফগানদের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৬৬ রান। ক্রিজে আছেন রহমত শাহ আর হাশমতুল্লাহ শহীদি।