শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০১:১১ অপরাহ্ন

জোনায়েদ সাকীর নাক ফাটাল ছাত্রলীগ, গাড়ি ভাঙচুর

প্রতিনিধির নাম / ৯৯ বার
আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের হামলায় গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকী আহত হয়েছেন। তার নাক ফাটিয়ে দেয়া হয়েছে। এ সময় তার ব্যক্তিগত বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে হাসপাতালের গেটে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে কর্মচারী-চিকিৎসক হাতাহাতি

জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পরিদর্শন শেষে হাসপাতালের অভ্যন্তরে পৃথক স্থানে ‍দুটি সংক্ষিপ্ত জনসমাগমে বক্তব্য দেন জোনায়েদ সাকী। পরিদর্শন শেষে বের হবার সময় অপরদিকে ছাত্রলীগের কর্মীরা মিছিল

সহকারে হাসপাতালের প্রধান ফটকে এসে তার ওপর হামলা চালায়। এ সময় জোনায়েদ সাকীর নাক ফাটিয়ে দেয় তারা। এমনকি ভাঙচুর করে ব্যক্তিগত গাড়িও।

এ বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করে জানান, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তারা প্রতিবাদ জানিয়েছি
সূত্র সময় টিভি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ