শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন

জেল থেকে ছাড়া পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

রাজু ডিয়ান / ১৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
জেল_থেকে_ছাড়া_পেলেন_ইভ্যালির_চেয়ারম্যান_শামীমা_নাসরিন
জেল থেকে ছাড়া পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল | জেল থেকে ছাড়া পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

কারাগার থেকে মুক্তি পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। অর্থ আত্মসাতের মামলায় তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ঢাকার ধানমণ্ডি থানার একটি মামলায় গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে শামীমা নাসরিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন হয়। এসংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার সন্ধ্যায় কারাগারে এলে যাচাই-বাছাই শেষে গতকাল তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্বামী মোহাম্মদ রাসেলসহ (ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক) গ্রেপ্তার হন শামীমা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ