জেলের জালে ধরা পড়লো ৩২ কেজি বাঘাইড়
মহানন্দা নদীতে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্ত এলাকায় মাছটি ধরা হয়। পরে প্রতিকেজি মাছ দেড় হাজার টাকা দরে বিক্রি করা হয়।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জন যুবক মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা একটি বড় মাছ থাকার বিষয়টি টের পায়। মাছের অবস্থান বুঝে যুবকেরা জালে ফেলে। এতে তাদের জাল বাঘাইড় মাছটি ধরা পড়ে।
পড়তে পারেন: ঈদের পর মাছে ৫০ টাকা বেড়ে কেজি ৪০০!
মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমাতে থাকে। অনেকে ওই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দেয়। তবে মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে তোলা হয়।
ওই দলের যুবক সোহাগ, রাসেল, আব্দুর রাজ্জাক জানান, প্রতি বছরই মহানন্দা নদীতে বাঘাইড় মাছ ধরা পড়লেও তাদের জালে এবারই প্রথম ধরা পড়লো। বড় মাছ ধরার আনন্দটাই আলাদা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল