মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

জেনে নিন এই বৃষ্টিই কি শীতের বিদায় বার্তা নাকি অন্য কিছু!

রাব্বি মল্লিক / ২৪১ বার
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীতে বৃষ্টি ঝরছে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই।শুধু রাজধানীতেই নয়, দেশের সব বিভাগে দিনভর ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, ২১ মাঘ চট্টগ্রাম বাদে সব বিভাগের বিভিন্ন জায়গায় সারা দিনই বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা যেতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সাংবাদিকদের জানান, দমকা অথবা ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হবে আটটি বিভাগে। এতে অঞ্চলভেদে দিনের তাপমাত্রা কমে যেতে পারে, বর্তমানে যেটি ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে কমতে পারে রাতের তাপমাত্রাও।

এ বৃষ্টি শীতের বিদায়বার্তা কি না এমন প্রশ্নে এ কর্মকর্তা বলেন, ফেব্রুয়ারিতে সাধারণত এ ধরনের বৃষ্টিপাত হয়। বৃষ্টি শেষে তাপমাত্রা কমবে। একে শীতের বিদায়বার্তা বলা যাবে না এখনই।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেটের অনেক জায়গা এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এতে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ