শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন

জীবনে যে পুরুষরা এসেছে, তারা আমাকে হতাশ করেছে : সুস্মিতা

প্রতিনিধির নাম / ৮৯ বার
আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

৪৬ বছর বয়সেও নিজের আবেদনময়ী লুক ধরে রেখেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রেমের ব্যপারে কখনোই রাখঢাক করেননি এই বঙ্গসুন্দরী। অন্তর্জালে দারুণ সব যুগল ছবি পোস্ট করে ভক্তদের উজ্জীবিত করেন। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি এই সুন্দরীর।

এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, ‘সৌভাগ্যবশত জীবনে খুব আকর্ষণীয় কিছু পুরুষের দেখা পেয়েছি। তবে কখনোই বিয়ে করার কথা ভাবিনি। কারণ তারা সবাই আমাকে হতাশ করেছেন। তিনবার বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার বাচ্চারা এ নিয়ে কখনও অসহযোগিতা করেনি। ওরা আমার জীবনে আসা সমস্ত মানুষকেই আপন করে নিয়েছিলো। সবাইকে সমান ভালোবাসা ও সম্মান দিয়েছে। আমাকে কখনোই খারাপ সম্পর্কে থাকতে হয়নি।’

দুই মেয়ে রেনে ও আলিশাই তার জীবন। মেয়েদের প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘লোকজন প্রায়ই মনে করিয়ে দিতে চান, ওরা আমার দত্তক নেওয়া সন্তান। সেটা সহ্য করার অসীম শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন।’

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ