ছবি সংগ্রহীত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় আল কোরআন আস্ সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে ৬০ শিশু- কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল এই ট্রাস্ট।
গত বুধবার উপজেলার বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রাস্টের প্রধান উপদেষ্টা লায়ন মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম।
ট্রাস্টের পরিচালক মাহফুজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল আফসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, উপদেষ্টা হুমায়ূন কবির খোকন, অ্যাডভোকেট খসরু আলম, পরিচালক নুরুল্লাহ, আরিফুর রহমান মজুমদার প্রমুখ
আরও পড়ুন ??
পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন এরদোয়ান
ইসলাম ডেস্ক- পবিত্র কাবা ঘরে প্রবেশের বিরল সম্মাননা লাভ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দীর্ঘ পাঁচ বছর পর বিশেষ প্রতিনিধি দল নিয়ে জেদ্দায় এসে পৌঁছেন এরদোয়ান। এসময় তাঁকে স্বাগত জানান সৌদি বাদশার উপদেষ্টা ও মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।
এরপর আল সালাম রয়েল প্যালেসে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে এরদোয়ানের সৌজন্য সাক্ষাত হয়।
আনুষ্ঠানিক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজনের পর এরদোয়ান ওমরাহ পালন করেন।
আজ শুক্রবার পবিত্র ওমরাহ পালন করেন তুরস্কের প্রতিনিধি দল। এসময় মসজিদুল হারামে শীর্ষ কর্মকর্তারা তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। এরপরই দুই রাষ্ট্রপ্রধানের সম্মানে পবিত্র কাবা ঘরের দরজা উন্মুক্ত করা হয়।