রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন

জাপার সঙ্গে বিএনপির সংলাপ সন্ধ্যায়

প্রতিনিধির নাম / ১২১ বার
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
জাপার সঙ্গে বিএনপির সংলাপ সন্ধ্যায়
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জাতীয় পার্টির (কাজী জাফর) নেতাদের নিয়ে আলোচনায় বসবে বিএনপি।

বুধবার (৮ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ মে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করে বিএনপি।

পরে ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি এবং ৩১ মে গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ করে বিএনপি। এরপর গত ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসে দলটি।

সরকারবিরোধী আন্দোলনে নামতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এসব বৈঠক করছে বিএনপি
সূত্র ৭১

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ