বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

জানা গেল ছবিতে চুমুর জন্য নায়িকা নিলেন দুই কোটি টাকা!

রাব্বি মল্লিক, নরসিংদী জার্নাল / ২৫০ বার
আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

গেলো সপ্তাহে মুক্তি পেয়েছে অনুপমা পরমেশ্বর অভিনীত ‘রাউডি বয়েজ’ সিনেমাটি। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আশিষ রেড্ডি।

সিনেমা মুক্তির আগে প্রকাশ্যে আসে এর ট্রেইলার। সিনেমার গল্প ও মুক্তি পাবার ঘটনার চাইতেও বেশি চর্চিত হচ্ছে ট্রেইলারে প্রকাশিত এই জুটির একটি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য নিয়ে।

‘প্রেমাম’ খ্যাত অনুপমাকে এমন অন্তঃরঙ্গ দৃশ্যে দেখে বিস্ময় প্রকাশ করছেন তার ভক্তরা। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, এমন দৃশ্যে কেন অভিনয় করলেন অনুপমা?

ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমবারের এতটা আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পরমেশ্বর। সিনেমাটিতে তার কিছু দৃশ্য চমকে দিয়েছেন দর্শকদের।

এ সিনেমার জন্য পরমেশ্বর ১ কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১ লাখ ৬৪ হাজার ৬৭৫ টাকা) পারিশ্রমিক নিয়েছেন।

ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক এই সিনেমায় নিয়েছেন অনুপমা। এক প্রতিবেদনে এর কারণ ব্যাখ্যা করে জানিয়েছে, সাধারণত এত পারিশ্রমিক নেন না অনুপমা পরমেশ্বর।

দুটি কারণে এত বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি। এক. নতুন নায়ক। দুই. চুম্বন দৃশ্য। রোমান্টিক ঘরানার এ সিনেমা রচনা ও পরিচালনা করেছেন শ্রী হর্ষা। মুক্তির পর থেকে সিনেমাটি বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ