রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:২৩ অপরাহ্ন

জানা গেল কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ১৮৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে এখন ও মাঝ নদীতে ২২টি যানবাহন নিয়ে আটকে রয়েছে একটি রো রো ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রোববার রাত ১১টার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত একটার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করায় চ্যানেলের বিকল বাতি এবং মার্কিং পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না।

এতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় তিনটি ফেরি। দেড় ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে কুয়াশায় আবার ফেরি বন্ধ রয়েছে। এতে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটি এর ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি রয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ