শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

জানা গেল আন্দোলনে নামতে বৃহত্তর জোট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি!

রাব্বি মল্লিক / ১৮৭ বার
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক দফা দাবিতে রাজপথে আন্দোলনে নামার জন্য বৃহত্তর জোট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাদের এই আন্দোলনের মূল দাবি হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করে সেই সরকারের অধিনেই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বাংলাদেশ জার্নালকে জানান, জনগণের দাবি প্রতিষ্ঠিত করার জন্য এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বৃহত্তর জোট গঠনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল বিএনপি। কিন্তু জোট গঠনের কাজ এগোচ্ছিল না।

কিন্তু এখন বিএনপি মনে করছে, এই সরকারকে আর বেশি দিন সময় দেয়া ঠিক হবে না। তাই এক দফা নিয়ে আন্দোলনের জন্য রাজপথে নামতে বিএনপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ও জাতীয় ঐক্যফ্রন্টকে সঙ্গে নিয়েই এই বৃহত্তর জোট গঠন করা হবে কি না-সেবিষয়ে দলটি এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বলেও জানা গেছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, স্থায়ী কমিটির বৈঠকে তো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর অনেক বিষয়ে সিদ্ধান্তও নেয়া হয়।

কিন্তু আপনারা জানেন যে, এসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে অবহিত করেন। তিনিই আপনাদেরকে এবিষয়ে জানাবেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ