শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:০০ পূর্বাহ্ন

জানা গেল অগ্রিম রায়ে জয়ী ইলিয়াস কাঞ্চন ও জায়েদ তার সাথে জিতলেন পরীমনিও!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ২৫৭ বার
আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

নির্বাচন শুরু হওয়ার আগেই পাওয়া গেলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল। সেখানে দেখা গেছে, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন জায়েদ খান। এ রায় প্রকাশ করলো ‘অবুঝ মন’ নামের একটি টিয়া পাখি। পাখিটি ভবিষ্যৎ বলে দিতে পারে চিঠির খামের সূত্র ধরে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমনই টিয়া পাখির মাধ্যমে রায় ঘোষণার এক ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।

ভিডিওটি এরই মধ্যে আলোচনায় এসেছে। টিয়া আরও বলছে, আজকের নির্বাচনে জয়ী হয়েছেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো নায়িকা পরীমনিও।

কোনো নির্বাচন বা গুরুত্বপূর্ণ খেলার আগে পৃথিবীজুড়েই চলে নানা জরিপ আর ভবিষ্যৎবাণী। নানা রকম প্রাণীকে দিয়ে অগ্রিম রায় বা ফলাফল জানার চেষ্টা করা হয়।

এবার অভিনেতা জয়ের উদ্যোগে সেই ট্রেন্ড যুক্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও। আগাম রায় দেওয়া টিয়া পাখিটির মালিকের নাম আরমান হোসেন শাহ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ