রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ

প্রতিনিধির নাম / ৯১ বার
আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ। তাদের স্থলাভিষিক্ত হচ্ছে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৯ জুন) সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভোটে নতুন এ পাঁচ দেশ নির্বাচিত হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এ দেশগুলো। ভারত ছাড়াও বাদ পড়েছে আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়ে।

প্রসঙ্গত, জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ, বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য। ভৌগলিক অবস্থানের ভিত্তিতে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তবে, এক্ষেত্রে দেশগুলোর সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন

আরও পড়ুন ??
বাজেটে নিম্ন আয়ের চেয়ে উচ্চ আয়ের মানুষকে বেশি সুবিধা দেয়া হয়েছে: সিপিডি
বাজেটে নিম্ম আয়ের চেয়ে উচ্চ আয়ের মানুষকে বেশি সুবিধা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নিবার্হী পরিচালক ফাহমিদা খাতুন।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে ২০২২-২৩ অর্বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত, সে সময় এবারের বাজেট। মূল্যস্ফীতি সংক্রান্ত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয়।

সংস্থাটির পক্ষ থেকে সামাজিক সুরক্ষা খাতে গতবারের বাজেটের তুলনায় এবার উল্টো বলে উল্লেখ করা হয়। ফাহমিদা খাতুন বলেন, কিছু কিছু ক্ষেত্রে সামাজিক সুরক্ষা কমানো হয়েছে। বাজেটে খোলা বাজারে পণ্য বিক্রির পরিমাণ কমানো হয়েছে।

তিনি জানিয়েছেন, কর আহরণের ক্ষেত্রে নতুন উদ্যোগ নেই। দরিদ্র জনগণের জন্য খুব বেশি সহায়ক নয় বাজেট। বৈদেশিক মুদ্রা দেশে আনার ক্ষেত্রে সুযোগ দেয়া সুখকর নয়। টাকার বিনিময় হার স্থিতিশীল করার বিষয়ে পরিষ্কার নির্দেশিকা নেই। সর্বজনীন পেনশন স্কিম উল্লেখ থাকলেও গাইডলাইন নেই।

বাজেটের লক্ষ্য ঠিক থাকলেও পদক্ষেপ অপরিপূর্ণ, অপর্যাপ্ত ও অসম্পূর্ণ বলে মনে করছে সিপিডি। আগামীকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে সিপিডি।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ