শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

জরুরি নির্দেশনাঃ ১৪ দিন যে নিয়মে চলবে সকল অফিস!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ২১৭ বার
আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪দিন অর্ধেক জনবল নিয়ে অফিস কার্যক্রম পরিচালনা করতে হবে। রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনা জনিত সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিন্মবর্ণিত শর্তাবলি আরোপিত হলো।

১. সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে।

অনান্য কর্মকর্তা/কর্মচারীগণ নিজ কর্মস্থলে অবস্থান করে ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পাদন করবেন।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন।

৩. ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ