শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন

জরিমানা গুনলেন কেজি দরে তরমুজ বিক্রি করে ৪ ব্যবসায়ী

নিউজ ডেস্ক,নরসিংদী জার্নাল / ২০২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক,নরসিংদী জার্নাল।। জরিমানা গুনলেন কেজি দরে তরমুজ বিক্রি করে ৪ ব্যবসায়ী।

ময়মনসিংহ মহানগরীতে তরমুজ কেজি দরে বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) জনসংযোগ কর্মকর্তা মহাবুবুল হক রাজিব নরসিংদী জার্নালকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, তরমুজ কেজি দরে বিক্রি করায় ৪ মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য দ্রব্যমূল্য যেন বেশি না রাখে সেজন্য সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ