বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন

জন্মদিনে পুত্রবধূকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ দিলেন ওমর সানী

প্রতিনিধির নাম / ৯২ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীনকে গত বছর বিয়ে করান তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। ২০২১ সালের ২৬ মার্চ সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন স্বাধীন। আজ মঙ্গলবার (২৮ জুন) মৌসুমী-ওমর সানীর পুত্রবধূর জন্মদিন। এদিনে তাকে বিশেষ বার্তা দিয়েছেন শ্বশুর ওমর সানী।

এই অভিনেতা ফেসবুকে বেশকিছু পারিবারিক ছবি শেয়ার করে লেখেন, ‘আয়েশা আমার বউমা আমার আরেকটা বাচ্চা। আলহামদুলিল্লাহ্‌, তোমার মত একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। মা আজকে তোমার জন্মদিন,

আজকে আমার চাওয়া আল্লাহর কাছে- পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা স্বামীকে পড়াবা, আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা। শুভ জন্মদিন আয়েশা। ’

এদিকে সাদিয়া রহমান আয়েশা কুমিল্লার মেয়ে কিন্তু তার বেড়ে উঠা ও পড়াশোনা কানাডায়। সেখানে ফারদিনের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এরপর ভালোলাগা থেকে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন। বাবা-মায়ের মতো তারকা দম্পতির ছেলে ফারদিনও শোবিজের সঙ্গে যুক্ত। তিনি চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুনঃ ??

বন্যার্তদের জন্য সাড়ে ২৯ লাখ টাকার অনুদান দিলেন আমির খান
এ বছর স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে সিলেট ও সুনামগঞ্জের মানুষ। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, মৎস্য ঘের ও ফসলি জমি।
বাংলাদেশের পাশাপাশি একই বন্যায় বিপর্যস্ত ভারতের আসামও। সেখানেও মারা গেছেন বহু মানুষ।

এবার আসামের বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান। ত্রাণ তহবিলে তিনি ২৫ লাখ রুপি দিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৯ লাখ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে জানান, আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ অনুদান দিয়েছেন। এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আমির খান ছাড়াও এর আগে একই ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেঠি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, আসামের বন্যায় অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়েছেন।

বানের পানিতে রাজ্যটির প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২ লাখের বেশি মানুষ। বন্যায় আসামের পাশের রাজ্য ত্রিপুরার অবস্থাও ভয়ানক। সেখানে দুর্যোগে ইতিমধ্যে ১০ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ