নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল || জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন ঢালিউড কিং শাকিব খান
২৮ মার্চ ১৯৭৯ সালের এই দিনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে জন্মগ্রহণ করেন ঢালিউড কিং শাকিব খান। প্রকৃত নাম মাসুদ রানা।
এ বছর ৪৩ পূর্ণ করে ৪৪’শে পা রাখছেন এই অভিনেতা। জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এমনটাই দেখা যাচ্ছে তাঁর ভক্তদের।
তিনি গণমাধ্যমে “সুপারস্টার”, “কিং খান” ও “ঢালিউড কিং” হিসাবে পরিচিত। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি ২০১৪ সালে এসকে ফিল্মস নামে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন শাকিব খান। সেখান থেকে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমা নির্মাণ করেন। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ২০১৭ সালের নভেম্বরে ঘোষণা আসে ‘প্রিয়তমা’ সিনেমার।
‘প্রিয়তমা’ সিনেমাটি হিমেল আশরাফের পরিচালনায় নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন শাকিব খান।২০১৭ সালে ছবির নাম ঘোষণার কিছু দিন পর জানা যায়, এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তারপর কেটে গেছে প্রায় পাঁচ বছর।
শাকিব খান ও হিমেল আশরাফ এবার ঘোষণা দিলেন আরও এক নতুন সিনেমার।নাম রাজকুমার। শাকিব খানের জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নতুন সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে আমেরিকার একজন নায়িকা। হিমেল আশরাফ পরিচালিত ছবিটির প্রযোজনা করবেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/নরসিংদী জার্নাল