বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে ২ অভিভাবক হা’জতে

প্রতিনিধির নাম / ৭৮ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

বাগেরহাট জেলা প্রতিনিধি।। ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে ২ অভিভাবক হা’জতে

বাগেরহাটে অপ্রাপ্তবয়স্কদের একই দিনে দুটি বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কাজীসহ বর-কনের অভিভাবকদের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের হাজতে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ জুলাই) রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বিবাহ নিবন্ধক কাজী আতাউল বারী এর অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন— বিবাহ নিবন্ধক কাজী আতাউল বারী, কনের বাবা বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকার কবির সরদার, ছেলের বাবা একই উপজেলার গোবরদিয়া এলাকার সজিব হাওলাদার। দণ্ডাদেশ প্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছেলে মেয়ের জন্মনিবন্ধনসহ অন্য কাগজপত্র যাচাই বাচাই করে বাল্য বিবাহ দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

কবির সরদার তার স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে একজন প্রাপ্তবয়স্ক যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন। সজীব হালদার তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে একটি প্রাপ্তবয়স্কা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ